সংসার এক মায়া। মানুষ এই মায়ায় জড়িয়ে যায় জীবনের শুরু থেকেই। জীবনে চলতে গিয়ে সবচেয়ে বেশি দরকার হয় পাশে একজন ভালো মানুষ। অর্থ ধার করে চলা যায়, ভালো মানুষ ধার করে চলা যায় না। মানুষ ভালো মানুষের আশায় ভালোবাসে। ভালোবাসা দামি, সবাই তা পায় না। কেউ ভুল মানুষকে ভালোবেসে জীবন কাটিয়ে দেয়। কেউ সঠিক মানুষকে ভুল সময়ে ভালোবাসে। আমাদের ভালোবাসার সুখ-দুঃখের আবেগগুলো জীবনকে নাড়া দিতে চায়। কিন্তু জীবন অসীম গভীরতার মহাসমুদ্রের মতোই গভীর। এসব টুকরো আবেগ জীবন মহাসমুদ্রে হারিয়ে যায় অনায়াসেই। সেগুলো সেখানে নিজের মতো পড়ে থাকে, দুঃখবিলাসে মেতে উঠে কিন্তু বাইরের আলোতে উঠে আসার সময় সলজ্জে কেটে পড়ে। তারা জীবনের মূল স্রোতটিকে খুব বেশি নাড়াতে পারে না। জীবন জীবনের নিয়মে চলে। সেই নিয়ম কেউ জানে না।